প্রবাসী স্বজনশ্রী ইসমাইল-চক এসোসিয়েশন এর পক্ষ থেকে অসুস্থ্য এক রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান


admin প্রকাশের সময় : জুন ১৯, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন /
প্রবাসী স্বজনশ্রী ইসমাইল-চক এসোসিয়েশন এর পক্ষ থেকে অসুস্থ্য এক রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান
মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখছে প্রবাসী স্বজনশ্রী ইসমাইল-চক এসোসিয়েশন
মানুষ মানুষের জন্য—এই অমোঘ সত্যকে ধারণ করে ২০২০ সালের ৮ মে একদল সৎ, উদ্যমী ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণের হাত ধরে আত্মপ্রকাশ করে প্রবাসী স্বজনশ্রী ইসমাইল-চক এসোসিয়েশন।
প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটির মূল লক্ষ্য ছিল অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। সে লক্ষ্যেই সংগঠনটি একের পর এক মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। তাদের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে:
অসুস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান
এতিম ও অসহায় মেয়েদের বিয়েতে সহযোগিতা
বিভিন্ন সামাজিক উদ্যোগে অর্থ ও শ্রম দিয়ে অংশগ্রহণ
গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ
প্রবাসে অবস্থানকারী সদস্যদের কষ্টার্জিত অর্থ দিয়ে বিশেষত ৫নং চিলাউরা হলদিপুর ইউনিয়নের (৬নং ওয়ার্ড) মানুষের মাঝে নিয়মিত মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে এই সংগঠন। এ উদ্যোগে অংশ নেওয়া প্রতিটি প্রবাসী সদস্য সত্যিই প্রশংসার দাবিদার।
আজ প্রবাসী স্বজনশ্রী ইসমাইল-চক এসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, বরং সমাজের প্রগতিশীল চিন্তার প্রতীক হয়ে উঠেছে। তরুণদের এই মহৎ প্রয়াস এক উজ্জ্বল আলোকবর্তিকার মতো সমাজ পরিবর্তনের পথ দেখাচ্ছে।