
রিপোর্ট: মামুন আহমেদ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী-ইসমাইলচক গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক বার্তা ও দিকনির্দেশনাসম্পন্ন সাইনবোর্ড স্থাপন করেছে প্রবাসীদের দ্বারা পরিচালিত সামাজিক সংগঠন “প্রবাসী স্বজনশ্রী-ইসমাইলচক এসোসিয়েশন”।

সংগঠনের সদস্যরা জানান, মূলত পরিবেশ সংরক্ষণ, সড়ক নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় জনগণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আজ ৩ আগস্ট ২০২৫ ইংরেজি দিনব্যাপী গ্রাম ও সংলগ্ন এলাকার মোড়, রাস্তার পাশে এবং জনসমাগমপূর্ণ এলাকায় সাইনবোর্ডগুলো স্থাপন করা হয়।

সাইনবোর্ডগুলোতে লেখা রয়েছে—
“সামনে মোড়, সাবধানে চলুন”,
“আপনার যাত্রা শুভ হউক”,
“গাছ লাগান, পরিবেশ বাঁচান”,
“পরিষ্কার রাখুন পরিবেশ”,
“সতর্ক থাকুন—সড়ক দুর্ঘটনা রোধ করুন”,
“অবৈধ ময়লা ফেলা দণ্ডনীয় অপরাধ”—ইত্যাদি সামাজিক ও পরিবেশ সচেতন বার্তা।

এই উদ্যোগের বিষয়ে প্রবাসে অবস্থানরত সংগঠনের সদস্যরা বলেন—আমরা যারা প্রবাসে থাকি, তারা শারীরিকভাবে দেশে না থাকলেও হৃদয়ে সবসময় দেশের মানুষ ও সমাজকে ধারণ করি। গ্রামের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগ আমাদের দায়বদ্ধতা থেকে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমরা শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে চাই।”

স্থানীয়দের অনেকেই এই কার্যক্রমকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। তারা জানান, সাইনবোর্ডে লেখা বার্তাগুলো মানুষকে সচেতন করার পাশাপাশি সামাজিক শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।

এলাকার একাধিক বাসিন্দা জানান “এমন কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। প্রবাসীরা দূরে থেকেও গ্রামের উন্নয়নে যেভাবে অবদান রাখছেন, তা আমাদের অনুপ্রাণিত করে।”

প্রসঙ্গত, প্রবাসী স্বজনশ্রী-ইসমাইলচক এসোসিয়েশন এর আগেও বন্যা, শীতকালীন দুর্যোগ, মহামারী পরিস্থিতি এবং বিভিন্ন সামাজিক সংকটে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। খাদ্যসামগ্রী বিতরণ, নগদ সহায়তা, বৃক্ষরোপন, চিকিৎসা সহায়তা ও ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মতো কার্যক্রম তাদের রয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দরা জানিয়েছেন, ভবিষ্যতে গ্রামের উন্নয়ন ও জনসেবামূলক আরও বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তারা গ্রামের মানুষকে স্বনির্ভর ও সচেতন করে তুলতে চান।

আপনার মতামত লিখুন :