
রিপোর্ট মোঃ মামুন মিয়া, (ইতালি প্রবাসী)
একটি প্রবাসী সংগঠন, সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর থানা ৫নং চিলাউরা হলদিপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড প্রবাসী স্বজন শ্রী ইসমাইল চক এসোসিয়েশন তাদের গ্রামে ৩০০টি পরিবেশবান্ধব ও উপকারী গাছের চারা রোপণ সম্পন্ন করেছে। এই কর্মযজ্ঞ “গাছে গাছে সবুজ দেশ- আমার সোনার বাংলাদেশ। আমাদের গ্রাম, প্রাণ ফিরুক প্রকৃতিতে” এই স্লোগান নিয়ে স্বজন শ্রী, ইসমাইল চক, বড়সড়কের দু’পাশে সম্পন্ন হয়েছে, যেখানে নিম, বেলজিয়াম, শিলকড়ই, মেহগনি ও কদম গাছের চারা রোপণ করা হয়েছে।
কর্মসূচির বিস্তারিত
সংগঠনের নাম: প্রবাসী স্বজন শ্রী ইসমাইল চক এসোসিয়েশন ।
উদ্দেশ্য: গ্রামের পরিবেশকে সবুজ ও প্রাকৃতিক করা।
রোপিত গাছ: নিম, বেলজিয়াম, শিলকড়ই, মেহগনি ও কদম।
স্থান: ইসমাঈল চক কাটাগাঙ্গ হতেই স্বজন শ্রী নয়াপাড়া মোড় থেকে পশ্চিম পাড়া পর্যন্ত রাস্তার দু’পাশ।
মোট সংখ্যা: ৩০০টি গাছের চারা।
তাৎপর্য: এই উদ্যোগের মাধ্যমে সংগঠনটি তাদের গ্রামের পরিবেশের উন্নতিতে অবদান রেখেছে এবং প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করেছে।গ্রামবাসীর পাশে এসোসিয়েশন পরিবার
প্রবাসী স্বজন শ্রী ইসমাইল চক এসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।
আলহামদুলিল্লাহ!
এসোসিয়েশন সদস্য ভাইদের শারীরিক-মানসিক এবং আর্থিক সম্মিলিত প্রচেষ্টায়,
আল্লাহর অশেষ মেহেরবানীতে “ প্রবাসী স্বজন শ্রী ইসমাইল চক এসোসিয়েশন ”এর পক্ষ থেকে
(১৬/০৯/২৫)
স্কুলে মাঠে বৃক্ষরোপন কর্মসূচী আয়োজন করা হয়।আল্লাহর অশেষ রহমতে বৃক্ষরোপন কর্মসূচী পোগ্রাম ভালোভাবে সফল হয়েছে।
বৃক্ষ পরিবেশকে রাখে শান্তস্নিগ্ধ এবং বাতাসকে করে তোলে পরিশীলিত। কার্বন ডাই-অক্সাইড শুষে নিয়ে বাতাসকে করে বিষমুক্ত। তাছাড়া বৃক্ষের কারণেই আমরা শ্বাস-প্রশ্বাসের জন্য দরকারি অক্সিজেন পাই।
কিন্তু গত কয়েক শত বছরে নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে গোটা পৃথিবীর পরিবেশ আজ ধ্বংসের মুখোমুখি।
মানুষ আজ বুঝতে পেরেছে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে ফিরিয়ে আনতে হবে সবুজ-শ্যামলের হারানো গৌরব।
তা না হলে মানব অস্তিত্বে ঘটে যাবে বিপর্যয়।
এ বোধ থেকেই আমাদের ” এসোসিয়েশন সংগঠন” বৃক্ষ রোপণের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে।শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পোগ্রাম সফল করতে পেরে শুকরিয়া আদায় করেন। সংগঠনের কর্মরত ব্যক্তি বলেন আলহামদুলিল্লাহ
এবং মুবারকবাদ জানাই সেসব সেচ্ছাসেবকদেরকে যারা প্রোগ্রাম সফলভাবে শেষ করতে সাহায্য করেছেন তাদেরকে…আল্লাহু সুবাহান ওয়াতাআলা যেনো সকল সেচ্ছাসেবীদের এই মহৎ কাজের উত্তম প্রতিদান দেন । সৃষ্টিকর্তা সহায় হলে আমরা আমাদের কার্যক্রম এভাবেই চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।
ইনশাআল্লাহ ।
আপনার মতামত লিখুন :