
প্রবাসী স্বজন শ্রী ইসমাইল চক এসোসিয়েশন সংবাদ 🏫
রিপোর্টারঃ মোঃ মামুন মিয়া, ইতালি প্রবাসী
আজ ৬/১১/২০২৫ ইং আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে,
স্বজন শ্রী সরকার প্রাথমিক বিদ্যালয়-এর লাইব্রেরী জন্য ৬টা চেয়ার বাচ্চাদের ১টা খেলনার দোলনা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এই উদ্যোগটি ছিল প্রবাসী স্বজন শ্রী ইসমাইল চক এসোসিয়েশন-এর একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ শিক্ষা প্রতিষ্ঠানকে সহায়তা করার উদ্দেশ্যে। ✨
📍আমরা বিশ্বাস করি—
শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নই গ্রামের অগ্রগতির মূল চাবিকাঠি।
স্বজন শ্রী সরকার প্রাথমিক বিদ্যালয়-এ লাইব্রেরি জন্য চেয়ার ও খেলনার দোলনা বিতরণ কার্যক্রম বিশেষ ভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ এসোসিয়েশন টিম মেম্বারদের কে
এই উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে আরেকটি পদক্ষেপ নিলাম। 💫
শিক্ষার পরিবেশকে আরও সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রবাসী স্বজনদের এই অবদান প্রশংসনীয় 👏
🌿 “একটি চেয়ার নয়, এটি শিক্ষার জন্য ভালোবাসার উপহার।” 🌿
🎯 আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য—
শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আরও সুন্দর ও সুবিধাজনক করে তোলা।
এ আয়োজনের মাধ্যমে আমাদের এসোসিয়েশন শিক্ষা ও শিশুদের আনন্দময় পরিবেশ তৈরিতে এক ধাপ এগিয়ে গেল।
প্রবাসীদের সহযোগিতায় আমাদের গ্রামের উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ 🌿💫
🙏 বিশেষ ধন্যবাদ জানাই প্রবাসী স্বজন পরিবার ও সকল সহযোগীদের,
যাদের সহায়তায় এই মানবিক কাজটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
একতাই শক্তি, এসোসিয়েশনের অগ্রগতি। 🌿
– প্রবাসী স্বজন শ্রী ইসমাইল চক এসোসিয়েশন 💙
আপনার মতামত লিখুন :